হাওর বাংলা ডেস্ক : আওয়ামী লীগের প্রয়াত সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে সারাদেশের মানুষ যে আবেগ দেখিয়েছেন, সেজন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার ছোট ভাই সৈয়দ মঞ্জুরুল ইসলাম।
পরিবারের পক্ষ থেকে তিনি বলেছেন, ‘সৈয়দ আশরাফের জন্য যে ভালোবাসা দেশের জনগণ দেখিয়েছেন, সেজন্য আমরা কৃতজ্ঞ।’
মঙ্গলবার রাজধানীর অফিসার্স ক্লাবে সৈয়দ আশরাফের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মহফিলে মঞ্জুরুল ইসলাম এ কথা বলেন।
দোয়া মহফিলে সৈয়দ আশরাফের জন্য দোয়া প্রার্থনা করে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের আরেক ছেলে মঞ্জুরুল ইসলাম বলেন, ‘আমার ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন, আমার ভাই যেন বেহেস্তে নসিব হতে পারে।
‘‘ঢাকা, ময়মনসিংহ, কিশোরগঞ্জের জানাজাগুলোতে আপনারা সৈয়দ আশরাফের জন্য যে আবেগ দেখিয়েছেন; তার জন্য পরিবারের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।’’
তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগের নেতৃত্বে দেশে উন্নয়ন হচ্ছে, আগামীতে আপনারা যদি এ উন্নয়নে সৈয়দ আশরাফের সততা টেনে নিতে পারেন; আমি বিশ্বাস করি এ বাংলা সোনার বাংলায় পরিণত হবে।
দোয়া মিলাদ ও দোয়া মহফিলে রাষ্ট্রপতি আবদুল হামিদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য, আমলা এবং সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে ৬৭ বছর বয়সে গত বৃহস্পতিবার রাতে থাইল্যান্ডের একটি হাসপাতালে মারা যান সৈয়দ আশরাফুল ইসলাম।
১৯৭৫ সালে অন্য তিন জাতীয় নেতার সাথে বাবা সৈয়দ নজরুল ইসলামের নৃশংস হত্যাকাণ্ডের পর ১৯৯৬ সালে লন্ডন থেকে দেশে ফেরেন আশরাফুল ইসলাম।
এরপর থেকে কিশোরগঞ্জ-১ আসনে টানা ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। অসুস্থ অবস্থায় সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও বিপুল ভোটে জয়লাভ করেন জনপ্রশাসনমন্ত্রীর দায়িত্ব পালন করা এ বর্ষীয়ান নেতা।