নিউজ ডেস্ক : কক্সবাজারের সীমান্তঘেষা বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমার। মিয়ানমারের সেনাবাহিনীর হত্যা-ধর্ষণ-নির্যাতন, বাড়িঘর পুড়িয়ে দেওয়া ইত্যাদি ভয়াবহ নির্যাতনের কারণে বিপুল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠী পালিয়ে বাংলাদেশে আশ্রয় গ্রহণ করেছে। ২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনী নতুন করে জাতিগত নিধন শুরু করলে প্রায় সাড়ে ছয় লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে। এর আগের মিলিয়ে দশ লক্ষাধিক রোহিঙ্গা এখন বাংলাদেশে। একটি জাতিগোষ্ঠীর এত অধিকসংখ্যক লোক একটি দেশে, এমন ঘটনা সাম্প্রতিক বিশ্বে নজিরবিহীন।
বাংলাদেশ একটি জনবহুল দেশ। এত বিপুল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেয়া বাংলাদেশের জন্য খুব কঠিন বিষয়। মানবিক কারণে বাংলাদেশ রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে, তাদের আশ্রয় দিয়েছে। সম্পূর্ণ মানবিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ সরকার এই বিপুল সংখ্যক রোহিঙ্গা শরণার্থীকে বাসস্থান ও আহারের ব্যাবস্থা করছে। বাংলাদেশ সরকারের এই মানবিক উদ্যোগকে সারা পৃথিবী সাধুবাদ জানিয়েছে। একটি আক্রান্ত জনগোষ্ঠীকে আশ্রয় দেয়ার কারণে মানবিক জাতি হিসেবে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।