নিজস্ব সংবাদদাতা : মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ ছবি ও মন্তব্য পোষ্ট করায় টুটুল মইন (Tutul Moin) নামের একজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
রোববার (০৩ মে) ঢাকার সাইবার ট্রাইব্যুনাল বাংলাদেশ আদালতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭(২) ধারায় এ মামলা দায়ের করেন মো. ওয়াকিলুর রহমান নামে এক আইনজীবি।
আদালত মামলাটি আমলে নিয়ে ঢাকার কোতয়ালী থানাকে এফ আই আর হিসাবে গ্রহনের এবং সুষ্ট তদন্ত করে আসামীদের গ্রেফতার করার নির্দেশ দেন।
বাদী পক্ষে আমিনুল গানি টিটুর নেতৃত্বে এডঃ আতাউর রহমান, এডঃ শাহরিয়ার, এডঃ সাইদুর, এডঃ সুমন, এডঃ কাউছার, এডঃ মনির, এডঃ সজিব, এডঃ নাইম, এডঃ রাকিব এডঃ রিপন, এডঃ সাথী সহ প্রায় ৫০জন আইনজীবী শুনানীতে অংশ গ্রহন করেন।