হাওর বাংলা ডেস্ক : সংসদীয় উপ-কমিটির ৫ সদস্যের একটি প্রতিনিধি দল যশোর-বেনাপোল মহাসড়কের বেহাল দশা সরেজমিন পরিদর্শন ও মত বিনিময় সভা করেছেন।
শুক্রবার (২৩ মার্চ) বিকেলে বন্দরনগরী বেনাপোলে মতবিনিয় সভা ও মহাসড়কের বিভিন্ন স্থানে র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালি শেষে বেনাপোল পর্যটন মোটেলে বন্দর ব্যবহারকারী বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সঙ্গে মতবিনিময় সভায় সংসদীয় উপ-কমিটির সভাপতি রেজওয়ান আহম্মেদ তৌফিক বলেন, যারা উন্নয়নে বাধা সৃষ্টি করে তাদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে। এটা স্বাধীনতার মাস। দ্রুত এ মহাসড়কের কাজ শুরু হবে বলে জানান তিনি।
এসময় সংসদীয় উপ-কমিটির নেতারা আরো বলেন, এ সড়কটি ৮ লেনের মাস্টার প্লান করে ৬ লেনে উন্নীত করা হবে। এছাড়া সড়ক নির্মাণের পর দু’পাশ দিয়ে বনায়ন করা হবে।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সংসদ সদস্য এম এ আওয়াল, নাজমুল হক প্রধান এমপি, শেখ আফিল উদ্দিন এমপি, অ্যাড. মনিরুল ইসলাম মনি এমপি এবং সড়ক ও মহাসড়কের সচিব ফজলুল ইসলাম।
এদিকে সংসদীয় উপকমিটির আগমন উপলক্ষে যশোর-বেনাপোল মহাসড়কটি সংস্কারসহ ৬ লেনে উন্নীত করার লক্ষ্যে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষসহ নাগরিক অধিকার আন্দোলনের সদস্যরা এ সড়কে মানববন্ধন করেন। গত তিন বছর ধরে যশোর-বেনাপোল মহাসড়কের ৩৫ কিলোমিটার সড়কটি সম্পূর্ণ ব্যবহারের অনুপোযোগী হয়ে পড়েছে। এতে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় ঝড়ছে বহু প্রাণ। এক ঘণ্টার যাত্রায় লেগে যায় দুই ঘণ্টা। সড়কে অচল হয়ে পড়ে যানবাহন।
সুত্র : বাংলানিউজটোয়েন্টিফোর ডট কম।