সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / ব্রাহ্মণবাড়িয়া জেলার নতুন ডিসি মো. হাবিবুর রহমান

ব্রাহ্মণবাড়িয়া জেলার নতুন ডিসি মো. হাবিবুর রহমান

নিজস্ব সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন মো. হাবিবুর রহমান। তিনি কিশোরগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক পদে দায়িত্বরত ছিলেন।

আজ রোববার নির্বাচন কমিশনের উপসচিব মো. মিজানুর রহমানের সই করা এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

চিঠিতে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক (ডিসি) মো. শাহগীর আলমকে প্রত্যাহার করে স্থানীয় সরকার বিভাগের উপসচিব পদে দায়িত্ব দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

মোহাম্মদ হাবিবুর রহমান ২০১৮ সালের ১০ সেপ্টেম্বর কিশোরগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদানের পর তাকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব দেয়া হয়। পরবর্তিতে ২০১৯ সালের মে মাসে তিনি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হিসেবে দায়িত্ব লাভ করেন।

২৭তম ব্যাচের কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হিসেবে দায়িত্ব পালনকালে ই-নথি কার্যক্রমে কিশোরগঞ্জ জেলা ঈর্ষণীয় কৃতিত্ব দেখায়। কিশোরগঞ্জ জেলা বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করা ছাড়াও বেশ কয়েকটি উপজেলা সারাদেশে প্রথম হয়।

এছাড়া করোনাকালীন সময়ে অনলাইনে শিক্ষা কার্যক্রম শুরু ও চালু রাখার ক্ষেত্রেও তিনি উল্লেখযোগ্য অবদান রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *