নিজস্ব সংবাদদাতা : কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গেরাজুর হাওরে প্রচন্ড তাপদাহ ও শ্রমিক সংকটে ধান কাটতে পারছিলেন না, কৃষক রমজান মিয়া। এসময় তার এক একর জমির পাঁকা বোরো ধান কেটে ঝাড়াই-মাড়াই করে গোলায় তুলে দিয়েছে কৃষক লীগের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জ জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহ ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু’র তত্ত্বাবধানে স্বেচ্ছায় এ ধান কাটা কর্মসূচি পালিত হয়। নেতাকর্মীদের উৎসাহ দিতে ধান কাটা উৎসবে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ সমীর চন্দ।
এসময় প্রধান অতিথি বলেন, প্রাকৃতিক দুর্যোগ আসার আগেই কৃষক যেন তাদের সোনালী ফসল ঘরে তুলতে পারে সেই লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে কিশোরগঞ্জে কৃষকের দান কেটে ঘরে পৌঁছে দিতে সর্বদা প্রস্তুত বাংলাদেশ কৃষক লীগের নেতাকর্মীরা। গতবারের মতো এবারও হাওর এলাকার কৃষকের পাশে রয়েছে কৃষক লীগ। যতদিন হাওরের ধান কাটা শেষ না হবে ততদিন কৃষকলীগের প্রতিটি সদস্য হাওরে ধান কাটার দায়িত্ব পালন করবে। তিনি কৃষকলীগের তৃণমূলের নেতাকর্মীদের হাওরের শেষ ধানটি থাকা পর্যন্ত কৃষকের পাশে থাকতে আহ্বান জানান।
এসময় কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলম, কৃষিবিদ ডাক্তার নজরুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, সাংগঠনিক সম্পাদক এম এ হানিফ, দপ্তর সম্পাদক বাবু দীপক দাসসহ জেলা ও উপজেলা কৃষকলীগের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।