নিজস্ব সংবাদদাতা : বর্ণিল আয়োজনে কিশোরগঞ্জের জনপ্রিয় ফেসবুক গ্রুপ ‘ভয়েস অব পাকুন্দিয়া’র ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ এপ্রিল) পাকুন্দিয়া উপজেলা এম এ মান্নান মানিক কলেজ প্রাঙ্গণে এ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গ্রুপের দুই শতাধিক সদস্য অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি সকাল ১০ টায় শুরু হয় সদস্যদের ছোটবেলার স্মৃতিচারণ, কবিতা, গান ও নাচসহ বিভিন্ন মনমুগ্ধকর আয়োজনে বিকেলে ৫টায় শেষ হয়।
অনুষ্ঠানে এম এ মান্নান মানিক কলেজর প্রতিষ্ঠাতা ও সভাপতি বিশিষ্ট শিল্পপতি এম এ মান্নান মানিকের সভাপতিত্বে পাকুন্দিয়া সরকারি কলেজের অধ্যক্ষ কফিল উদ্দিন, নাক কান গলা বিশেষজ্ঞ ডা. আব্দুস সামাদ, সিনিয়র এএসপি হারুন অর রশীদ, এম মান্নান মানিক কলেজের প্রিন্সিপাল জসিম উদ্দিন, খাদ্য ও চিনি করপোরেশনের সাবেক চেয়ারম্যান একেএম দেলোয়ার হোসেন (এফসিএমএ), হোসেন্দী ডিগ্রি কলেজের অধ্যক্ষ রকিব উদ্দিন মোশায়ের, কিশোরগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগার সহকারী পরিচালক আজিজুল হক সুমন,
নারান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুছলেহ উদ্দিন, ইটনা ধারা এসএসডি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হাশিম বুলবুল, চ্যানেল আইয়ের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি এসকে রাসেল, ঢাকা মেইলে কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি এস এম রায়হান, ভয়েস অব পাকুন্দিয়া ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, রাকিবুল হাসান রাসেল, মাহমুদ রহমান আফ্রিদ, সোহানোর রহমান আল- আমিন, মডারেটর মোস্তাফা কামাল তানশেন, সুলতান আফজাল আইয়ুবী প্রমুখ।
অনুষ্ঠানের সাতজন প্রতিবন্ধীকে হুইল চেয়ার তুলে দেওয়া হয়। এছাড়াও বিগত দিনের কার্যক্রম ও আগামী দিনের পরিকল্পনা তুলে ধরা হয়।