নিজস্ব সংবাদদাতা : অল্পের জন্য ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেল দুটি ট্রেন। আজ রোববার বিকেলে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে কিশোরগঞ্জ এক্সপ্রেস ও বিজয় এক্সপ্রেস ট্রেন দুটি একই লাইনে মুখোমুখি অবস্থায় চলে এলে এ দুঘর্টনার শঙ্কা দেখা দেয়। তখন ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেসের চালক ট্রেনটি থামাতে সক্ষম হলে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেন দুটি। এ সময় কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি কিশোরগঞ্জ স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার জন্য স্টেশনে অপেক্ষারত ছিল। পরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি পিছিয়ে নিয়ে স্টেশনের দুই নম্বর লাইনে আনা হয়। পরবর্তী সময়ে ট্রেন দুটি নিজ নিজ গন্তব্যে চলে যায়। এ কারণে প্রায় ৪০মিনিট রেল চালাচল বিঘ্নিত ঘটে।
কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার ইউসুফ জানান, সিগন্যালের ভুলের জন্য দুটি ট্রেন এক লাইনে মুখোমুখি অবস্থায় চলে আসে। এ কারণে কর্তব্যে অবহেলার অভিযোগ সহকারী স্টেশন মাস্টার ইমাম হোসেন ও পয়েন্টসম্যান শাকিল মিয়াকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।