হাওর বাংলা ডেস্ক : শফিক রিয়ানের পৈতৃক নিবাস কিশোরগঞ্জ হলেও জন্ম ও বেড়ে ওঠা এই যান্ত্রিক শহর ঢাকাতেই। ১৯৯৯ সালের ১লা মার্চ এক বৃষ্টিস্নাত রাতে পিতা-মাতার কোল আলোকিত করে মিরপুরে তার জন্ম৷ সেদিন বজ্রপাতের আওয়াজে ঢাকা পড়েছিল তার কান্নার স্বর। প্রকৃতির সেই অলিখিত নিয়মই যেন তাকে পরিণত করেছে সদা হাস্যোজ্জ্বল এক মানুষে।
শফিক রিয়ানের লেখাপড়ার সূচনা ঘটে সেনাপল্লী হাই স্কুল থেকে। এরপর বাংলাদেশ নৌবাহিনী কলেজ, ঢাকা থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বি.এস.সি ইন টেক্সটাইল ইঞ্জিয়ারিংয়ে অধ্যয়নরত আছেন। চারপাশে ঘটে চলা কাহিনী এবং নিজের জীবনকেই দুই মলাটের মাঝখানে ছড়িয়ে দেয়ার তীব্র বাসনা তার। ইতিমধ্যেই তিনি তিনটি বই লিখেছেন- “আজ রাতে চাঁদ উঠবেনা” “বিধ্বস্ত নক্ষত্র” “মেঘ বিষাদের দিন” লিখেছেন এবং আরও একটি উপন্যাস “দিগন্তের ওপারে” লিখায় ব্যস্ত সময় পার করছেন। লেখালেখির পাশাপাশি তিনি নানান সমাজকল্যাণ মূলক কার্যক্রমে আত্মনিয়োগ করেন। তিনি অনিবার্ণ এর প্রতিষ্টাতা এছাড়াও বর্তমানে তিনি অভিনয়ে মনোযোগ দিচ্ছেন। পাশাপাশি চলচ্চিত্র নির্মাণের ইচ্ছাও তার দীর্ঘ দিনের।
একটিমাত্র আশা নিয়েই হেঁটে চলেন তিনি-‘‘নশ্বর জীবনের গল্পগুলো হয়ে উঠুক অবিনশ্বর।’