হাওর বাংলা ডেস্ক : কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির ছয়বারের সাবেক সভাপতি, চ্যানেল আই এর কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি পিপি শাহ আজিজুল হক এঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বৃহস্পতিবার (২৬ মে) এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, শাহ আজিজুল হক আইন পেশায় তার দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের ন্যায়বিচার প্রাপ্তিতে সবসময় কাজ করে গেছেন।
কিশোরগঞ্জ বারের সভাপতি হিসেবে আইনজীবীদের দক্ষতা বাড়ানো এবং বিচার বিভাগ ও বারের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
তিনি স্থানীয় আওয়ামী লীগকে শক্তিশালী করতে ও রাজনীতিকে জনকল্যাণমুখী করতে আজীবন কাজ করে গেছেন। তার মৃত্যু কিশোরগঞ্জের স্থানীয় রাজনীতির জন্য এক অপূরণীয় ক্ষতি।
রাষ্ট্রপতি মরহুম শাহ আজিজুল হকের রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৬ মে) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ।