সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / নাতির বিরুদ্ধে নানিকে কুপিয়ে হত্যার অভিযোগ

নাতির বিরুদ্ধে নানিকে কুপিয়ে হত্যার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা : কিশোরগঞ্জের কুলিয়ারচরে নাতির বিরুদ্ধে নানিকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ সময় ওই নারীকে বাঁচাতে এগিয়ে এসে আহত হয়েছেন আরও দুই ব্যক্তি। আজ বুধবার রাত রাত ৮টার দিকে উপজেলার ফরিদপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামে আবু আলী আক্তার উদ্দিন শাহের মাজারের পাশে এ ঘটনা ঘটে।
নিহত নারীর নাম বুদি বেগম (৫৫)। তাঁর বাড়ি একই ইউনিয়নের আহমদপুর গ্রামে। অভিযুক্ত ব্যক্তির নাম মো. শাহিন (৩৫)। তিনি বুদি বেগমের আপন নাতি। আহত ব্যক্তিরা হলেন ফরিদপুর গ্রামের আতাউর রহমান ও আনিসুর রহমান। তাঁরা বর্তমানে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যক্তিরা জানান, সারা দেশে আবু আলী আক্তার উদ্দিন শাহের মাজারের অসংখ্য ভক্ত রয়েছেন। নিহত বুদি ও তাঁর নাতি শাহিন দুজনই ওই মাজারের ভক্ত। বুদি বেগম প্রায়ই ওই মাজারে আসতেন। আজও এসেছিলেন। রাত ৮টার দিকে তিনি মাজারসংলগ্ন আনিসুর রহমানের বাড়িতে ছিলেন। এ সময় ঘর থেকে বের হওয়ামাত্র বুদির ওপর শাহিন হামলা চালিয়ে তাঁকে দা দিয়ে কোপাতে থাকেন। এ সময় বুদির চিৎকারে কাছাকাছি থাকা আতাউর ও আনিসুর (তাঁরাও মাজারের ভক্ত) এগিয়ে আসেন। শাহিন তখন তাঁদেরও কোপাতে থাকেন। ঘটনাস্থলেই বুদির মৃত্যু হয়।

তবে শাহিন কেন নানির ওপর চড়াও হলেন, স্থানীয়দের কেউ এই সম্পর্কে ধারণা দিতে পারেননি। তবে শাহিন এলাকায় মাদকাসক্ত হিসেবে পরিচিত বলে জানিয়েছেন তাঁরা।
ঘটনার পর থেকে ফরিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহ আলম ঘটনাস্থলে অবস্থান করছেন। তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মাজারের কাছে খুন হওয়ার তথ্য ওসিকে জানানো হয়েছে।

এ বিষয়ে জানতে মুঠোফোনে চেষ্টা করেও কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সুলতান মাহমুদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তাঁর সরকারি নম্বরের মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

খবর পাওয়ার পর ঘটনাস্থলে যান উপপরিদর্শক (এসআই) সাদ্দাম মোল্লা। মুঠোফোনে যোগাযোগ করা হলে রাত ৯টা ১০ মিনিটে তিনিপ বলেন, ‘শুনেছি একজন খুন হয়েছেন। তবে আমি এখনো ঘটনাস্থলে পৌঁছাতে পারিনি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *