নিজস্ব সংবাদদাতা : কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা পরিষদের টানা দুইবারের চেয়ারম্যান মো. ছারওয়ার আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক ।
শোকবার্তায় এমপি তৌফিক, রাজনীতির এই বর্ষিয়ান নেতা ও বাজিতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছারওয়ার আলমের রুহের মাগফিরাত কামনা এবং শোকার্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন এমপি তৌফিক।
আজ শনিবার (৮ মে) ভোর ৫টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. ছারওয়ার আলম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি দীর্ঘদিন যাবৎ কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। পরে শুক্রবার (৭ মে) রাতে ঢাকার ভাড়া বাসায় হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাত ১০টার দিকে তাকে রেঁনেসা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৮ মে) ভোর ৫টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মাত্র ৬ মাসেরও কম সময় আগে গত বছরের ১৫ নভেম্বর মো. ছারওয়ার আলম এর পিতা বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের দীর্ঘকালীন প্রাক্তন সভাপতি, চারবারের সাবেক পৌর চেয়ারম্যান, দুর্দিনের রাজনৈতিক কর্ণধার ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলহাজ্ব মিজবাহ উদ্দিন আহম্মদ (৮৮) ইন্তেকাল করেছেন।
২০১৯ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে মো. ছারওয়ার আলম বাজিতপুর উপজেলায় টানা দ্বিতীয় বার চেয়ারম্যান নির্বাচিত হন।
শনিবার (৮ মে) বিকাল ৪টায় বাজিতপুর ডাক বাংলোর মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
তাঁর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।