হাওর বাংলা ডেস্ক : পুলিশ সুপার (এসপি) থেকে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) হিসেবে পদোন্নতি পেয়েছেন তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) হারুন-অর-রশিদ। তিনি কিশোরগঞ্জ জেলার হাওরের মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের কৃতি সন্তান ।
রোববার (০২ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ডিসি হারুনসহ সাত জন পুলিশ কর্মকর্তা পদোন্নতি পান।
তারা হলেন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) সৈয়দ নূরুল ইসলাম, ডিএমপির উপ-কমিশনার (এডমিন) মো. আনিসুর রহমান, ডিএমপির উপ-কমিশনার বিপ্লব বিজয় তালুকদার।
এছাড়াও পুলিশের বিশেষ শাখা এসবির পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, পুলিশ সদর দফতরের সহকারী পুলিশ মহাপরিদর্শক শেখ রফিকুল ইসলাম।
মোহাম্মদ হারুন অর রশীদ, বিপিএম (বার), পিপিএম (বার) পেশাগত জীবনে রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে তিন বার বিপিএম ও দুই বার পিপিএম পদক পেয়েছেন।
মোহাম্মদ হারুন অর রশীদ বিপিএম (বার), পিপিএম (বার) ২০০৮ সালের ৪ ডিসেম্বর নারায়ণগঞ্জের পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।
মাত্র ১০ মাস নারায়ণগঞ্জ জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনকালে মোহাম্মদ হারুন অর রশীদ, বিপিএম (বার), পিপিএম (বার) ভালো কাজের স্বীকৃতি হিসেবে ছয় বার ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার (এসপি) নির্বাচিত হন।
এছাড়া তিনি গাজীপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনকালেও কৃতিত্বের স্বাক্ষর রাখেন।
এর আগে মোহাম্মদ হারুন অর রশীদ, বিপিএম (বার), পিপিএম (বার) ঢাকা মেট্রোপলিটন পুলিশে দায়িত্ব পালন করেছেন।
মোহাম্মদ হারুন অর রশীদ বিপিএম (বার), পিপিএম (বার) কিশোরগঞ্জ জেলার হাওর অধ্যুষিত মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের গর্বিত সন্তান।