সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / কিশোরগঞ্জের মসজিদেও সচেতনামূলক বক্তব্য রাখছেন পুলিশ

কিশোরগঞ্জের মসজিদেও সচেতনামূলক বক্তব্য রাখছেন পুলিশ

হাওর বাংলা ডেস্ক : বাংলাদেশ পুলিশের মাননীয় আইজিপি জনাব ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) সারা দেশব্যাপী পুলিশের সেবাকে মানুষের দাড়প্রান্তে পৌঁছে দেয়ার নিমিত্তে বিভিন্ন যুগপোযোগী কার্যক্রম গ্রহণ করেছেন। যার ধারাবাহিকতায় ঢাকা রেঞ্জের সম্মানীত ডিআইজি জনাব হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) এর নির্দেশে কিশোরগঞ্জ জেলায় পুলিশ সুপার জনাব মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) এর দিক-নির্দেশনায় সকল সার্কেল ও থানা পর্যায়ে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। কিশোরগঞ্জ জেলা পুলিশ জঙ্গিবাদের কুফল, মাদকের ক্ষতিকর প্রভাব, নারী ও শিশু নির্যাতন, শিশু শ্রম, বাল্য বিবাহ ও ইভটিজিং বন্ধ এবং সামাজিক অবক্ষয় প্রতিরোধে করণীয় নিয়ে জনসাধারণের মধ্যে সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করে আসছে। বর্তমানে থানা এলাকার গুরুত্বপূর্ণ পয়েণ্টে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং জনগণকে তাদের বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা স্থাপনের বিষয়ে উদ্বুদ্ধ করা হচ্ছে। বিট পুলিশিং এর মাধ্যমে বাসার মালিকদের তাদের ভাড়াটিয়াদের বিষয়ে তথ্য সংগ্রহ করে থানায় জমা দানের জন্য উৎসাহিত করা হচ্ছে। এলাকার মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং সম্পর্কে কেউ কিছু জানতে পারলে থানা পুলিশকে জানাতে বলা হচ্ছে এবং সেক্ষেত্রে সংবাদদাতার পরিচয় গোপন রাখা হবে মর্মে তাদের আশ্বস্ত করা হয়। উপস্থিত লোকজনকে সাইবার ক্রাইম ও গুজব সম্পর্কে ধারণা দেয়া হচ্ছে, যাতে তারা এ ধরণের অপরাধ সনাক্তসহ নিজেদের এ ধরণের অপরাধের সাথে যুক্ত হওয়া থেকে রক্ষা করতে পারে। এছাড়াও বর্তমানে পুলিশের আধুনিক সেবা ৯৯৯ এর ব্যবহার সম্পর্কেও অবগত করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় কিশোরগঞ্জ জেলার প্রত্যেক থানার অফিসার-ইন-চার্জ ও উর্ধ্বতন অফিসারগন থানা এলাকার বিভিন্ন মসজিদে জুম্মার নামাজে খুতবার আগে উপরোক্ত বিষয়ে সচেতনামূলক বক্তব্য রেখে আসছেন। থানা কেন্দ্রীক জনগণের সেবাকে সহজীকরণের লক্ষ্যে সর্বাত্মক প্রচেষ্টা চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *