নিজস্ব সংবাদদাতা : হাওরবাসী সারা বছর সড়ক পথে যোগাযোগের জন্য উড়াল সড়ক নির্মাণের পরিকল্পনা করছে সরকার । বহুল প্রতীক্ষিত উড়াল সড়ক নির্মাণ হলে হাওরবাসী সারা বছর সড়ক পথে গাড়ি দিয়ে চলাচল করতে পারবে।
এই লক্ষ্যে আজ শুক্রবার কিশোরগঞ্জের হাওরের মিঠামইন সদর থেকে করিমগঞ্জের মরিচখালি বাজারের পশ্চিমে উড়াল সড়ক নির্মাণের সম্ভব্যতা সমীক্ষা, বিস্তারিত নকশা প্রণয়ন ও ভুস্তর গঠন নিরুপন কাজের উদ্বোধন করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক ।
আজ শুক্রবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে করিমগঞ্জ উপজেলার গাংগাটিয়ায় এ অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মিঠামইন উপজেলার মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মুক্তিযোদ্ধা মো. আবদুল হক, সেতু বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ) মো. আনোয়ার হোসেন, সেতু বিভাগের পরিচালক (প্রশাসন) রেজাউল হায়দার, সেতু বিভাগের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ড. মনিরুজ্জামান, সেতু বিভাগের প্রধান প্রকৌশলী কাজী ফেরদৌস, বুয়েটের প্রফেসর খাঁন মো. আমানত ও আমিরুল ইসলাম খান বাবলুসহ প্রমুখ ।