নিজস্ব সংবাদদাতা : কিশোরগঞ্জের হোসেনপুরে দাখিল মাদ্রাসার অধ্যক্ষ আমিনুল হককে হত্যা মামলায় অভিযুক্ত এক আসামীকে ফাঁসি ও তার পিতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ বুধবার সকালে প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবদুর রহিম এ রায় প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত দুই আসামীর প্রত্যেককে দুই লাখ টাকা করে আর্থিক জরিমানা এবং অনাদায়ে অতিরিক্ত এক বছর করে বিনাশ্রম কারাদণ্ডের সাজা প্রদান করা হয়।
রায় প্রদানের সময় ফাঁসির সাজাপ্রাপ্ত আসামী মানিক মিয়া পলাতক ছিলেন, তবে তার পিতা যাবজ্জীবন কারাদণ্ডের সাজাপ্রাপ্ত আসামী নূরুল করীম আদালতে উপস্থিত ছিলেন। আসামীদের বাড়ি হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের গাবুরগাও গ্রামে।
মামলার বিবরণে জানা যায়, আমিনুল হকের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার মহিষজোড়া গ্রামে। তিনি হোসেনপুরে জিনারী গ্রামে একটি দাখিল মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে চাকুরী করতেন। গত ২০০৯ সালের ১৪ ডিসেম্বর আমিনুল হকের পুত্র রক্সি প্রাইভেটকারে বাড়ি ফেরার সময় ক্রিকেট খেলা নিয়ে বিরোধকে কেন্দ্র করে স্থানীয় যুবক মানিক রক্সিকে মারধর করে বাড়িতে নিয়ে বেধে রাখে। খবর পেয়ে রক্সির পিতা আমিনুল হক ঘটনাস্থলে গিয়ে এ নিয়ে কথা কাটাকাটির শুরু হলে মানিক ও তার পিতা নূরুল করীম তার উপর হামলা চালিয়ে মারধর করে এবং এক পর্যায়ে মানিক ছুরি দিয়ে আমিনুল হকের বুকে আঘাত করে। গুরুতর আহত আমিনুল হককে প্রথমে জেলা সদরে ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর ১৭ ডিসেম্বর তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই ফজলুল হক বাদী হয়ে চারজনকে আসামী করে হোসেনপুর থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ তদন্ত শেষে দুইজনকে আসামী করে অভিযোগপত্র দাখিল করে।