নিজস্ব সংবাদদাতা : মহান বিজয় দিবস উপলক্ষে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারে জাতীয় সমৃদ্ধি অর্জন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৬ ডিসেম্বর) দুপুরে অষ্টগ্রাম রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্টিত হয়।
অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম জেমস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফজলুল হক হায়দারী বাচ্চু, অষ্টগ্রাম রোটারী সরকারি কলেজের অধ্যক্ষ মোজতবা আরিফ খান, অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মোল্লা, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী আফতাব উদ্দিন, অষ্টগ্রাম রোটারী ডিগ্রি কলেজের অধ্যাপিকা ও নারীনেত্রী সৈয়দা নাসিমা আক্তার রীতা, বাংলাদেশ মৎসজীবি সমবায় সমিতির সভাপতি এ এফ মাসুক নাজিম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাঈদসহ প্রমুখ।
এ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি।