সর্বশেষ

নিজস্ব সংবাদদাতা : রাষ্ট্রীয় মর্যাদায় জার্মান আওয়ামী লীগ নেতা আনোয়ারুল ইসলাম রতনের অন্তিম ইচ্ছা অনুসারে তাঁকে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার পাটদিয়াকূল গ্রামে সূঁতি নদীর বাঁকে পিতা-মাতার কবরের পাশে দাফন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে দাফনের আগে তাঁর প্রতি রাষ্ট্রপতির পক্ষে শেষ শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এঁর জ্যেষ্ঠ পুত্র প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি।

পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ, জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, কটিয়াদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব আইন উদ্দিন প্রমুখ।

মরহুমের পরিবারের পক্ষে বক্তব্য রাখেন মো. সেলিম উদ্দিন ও ডা. খন্দকার নজরুল ইসলাম।
গার্ড অব অনার পরিচালনা করেন কটিয়াদী উপজেলা ও পুলিশ প্রশাসন।
এছাড়া উপস্থিত থেকে নামাজে জানাজায় অংশ গ্রহণ করেন জেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আনোয়ার কামাল, জেলা সিপিবি’র নেতা কমরেড আবদুর রহমান রুমী, ইটনা উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, জেলা ছাত্রলীগ সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *