নিজস্ব সংবাদদাতা : লিবিয়ায় মানবপাচারকারীদের সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে গ্রেফতারকৃত হেলাল মিয়া ও খবির উদ্দিন।
আজ বৃহস্পতিবার (০৪ জুন) বিকেলে কিশোরগঞ্জ আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রফিকুল বারীর কাছে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
আদালত সুত্র জানায়, আজ বিকেলে সিআইডি ভৈরবের শম্ভুপুর গ্রামের মৃত আহাদ মিয়ার ছেলে মো. হেলাল মিয়া ওরফে হেলু (৪৫), তাতারকান্দি গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে মো. খবির উদ্দিন (৪২) ও লক্ষীপুর গ্রামের মৃত সুরুজ মিয়া সরকারের ছেলে শহীদ মিয়া এ তিনজনকে আদালতে নিয়ে আসে । এর মধ্যে হেলাল মিয়া ও খবির উদ্দিন মানবপাচারকারীদের সাথে স্বীকার করে।
এর আগে ভৈরব থেকে র্যাব-১৪ মো. হেলাল মিয়া ওরফে হেলু, মো. খবির উদ্দিন ও শহীদ মিয়াকে গ্রেফতার করে।