নিজস্ব সংবাদদাতা : কিশোরগঞ্জে নতুন আরো ২ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্ত ১৯০ জন। এর মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ১ জন ও ভৈরব উপজেলায় ১ জন। এ পর্যন্ত কিশোরগঞ্জ জেলায় সুস্থ হয়েছেন ১৩৯ জন ও মারা গেছে ৫ জন।
আজ শুক্রবার (০৮ মে) রাত ৮ টার দিকে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা: মো. মুজিবুর রহমান এসব তথ্য জানান।
গত ৩ মে ১২ জনের পেন্ডিং ফলাফলের মধ্যে ১ জনের করোন পজেটিভ ও ১১ জনের নেগেটিভ এসেছে, ৪ মে ১১২ জনের নমুনার মধ্যে পুরাতন ১ জনের করোনা পজেটিভ ও ১১ টি নেগেটিভ এসেছে এবং ৫ মে ৭৫ জনের নমুনার মধ্যে ১ জনের পজেটিভ ও ৭৪ জনের নেগেটিভ এসেছে।
কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে : কিশোরগঞ্জ সদর উপজেলা ১৮, হোসেনপুর ৩, পাকুন্দিয়া ৪, তাড়াইল, ২৮, করিমগঞ্জ ১৭, ভৈরব ৪৭, কটিয়াদী ১৪, কুলিয়ারচর ১০, বাজিতপুর ৬, ইটনা ১১, নিকলী ৫, মিঠামইন ২৪ ও অষ্টগ্রাম ৩ ।