সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / ভৈরব থানার আরো ৭ পুলিশ সদস্য সুস্থ

ভৈরব থানার আরো ৭ পুলিশ সদস্য সুস্থ

নিজস্ব সংবাদদাতা : কিশোরগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হওয়া পুলিশের সাত সদস্য সুস্থ হয়ে উঠেছেন। তারা ভৈরব থানায় কনস্টেবল পদে কর্মরত।

আজ রোববার (৩ মে) দুপুর আড়াইটার দিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একজনকে, ভৈরবের ট্রমা সেন্টারের অধীন থাকা তিনজনকে ও শহীদ আইভি রহমান স্টেডিয়ামে আইসোলেশনে থাকা তিনজনকে ছাড়পত্র দেওয়া হয়।

এই সাতজন পুলিশ সদস্য বিভিন্ন জায়গায় দায়িত্বপালন করতে গিয়ে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিতে আসেন। পরে তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। রিপোর্ট পজেটিভ আসায় তাদের সুষ্ঠু চিকিৎসার জন‌্য জেলার বিভিন্ন জায়গায় আইসোলেশনে রাখা হয়।

আইসোলেশনে থাকা অবস্থায় দ্বিতীয় ও তৃতীয় নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসায় তাদের ছাড়পত্র দেওয়া হয়।

কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, জেলায় পুলিশের যেসব সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন তারা সবাই ভৈরব থানায় কর্মরত। একের পর এক পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হওয়ায় তা পুলিশের মনোবলে আঘাত করছিল। তবে প্রায় সবার সুস্থতার খবরে পুলিশ স্বস্তি ফিরে এসেছে।

সুস্থ হয়ে উঠা ভৈরব থানায় কর্মরত পুলিশের ছয়জন ‍পুরুষ কনস্টেবল এবং একজন নারী কনস্টেবলকে নিজ নিজ বাড়িতে আরো সাতদিন অবস্থান করতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *