নিজস্ব সংবাদদাতা : কিশোরগঞ্জের মিঠামইন হাওরে ধান কাটা শ্রমিকদের হাতে ইফতার তুলে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রভাংশু সোম মহান।
আজ শুক্রবার (০১ মে) সন্ধ্যা ৬ টার দিকে মিঠামইন উপজেলার গোপদিঘী ইউনিয়নের হাওরে ঘুরে ঘুরে ধান কাটা শ্রমিকদের মাঝে এসব দেওয়া হয়। বক্সে থাকা ইফতারের মধ্যে ছিল- খিচুড়ি, সবজি, মুরগীর মাংস, ডিম, খেজুর ও পানির বোতল।
এ সময় উপস্থিত ছিলেন- মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রাব্বানী, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সমীর কুমার বৈষ্ণব, উপজেলা কৃষি কর্মকর্তা রাফিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) খলিলুর রহমান মোল্লাহসহ প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রভাংশু সোম মহান জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার সাতটি ইউনিয়নের বাইরে আগত ১৫ হাজার ৮২০ জন ও স্থানীয় ১ হাজার ৬৪৮জন ধান কাটা শ্রমিকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হবে।