নিজস্ব সংবাদদাতা : কিশোরগঞ্জে নতুন আরো ৪৪ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এর আগে রোববার রাতে ২৩ জনের করোনা পজেটিভ এসেছিল। সব মিলিয়ে শুক্রবার (১৭ এপ্রিল) ঢাকায় পাঠানো ১২৫ জনের নমুনার মধ্যে ১২২ জনের রেজাল্ট এসেছে। ৩ জনের রেজাল্ট এখনো পেন্ডিং রয়েছে। এর মধ্যে ৬৭ জনের পজেটিভ ও ৫৫ জনের নেগেটিভ এসেছে। একদিনে এটাই কিশোরগঞ্জ জেলার সর্বোচ্চ করোনা পজেটিভ শনাক্ত।
এর মধ্যে তাড়াইল ১০, মিঠামইন ১৬, কটিয়াদী ৯, ইটনা ৬ ও কিশোরগঞ্জ সদর ৩। এর আগে ভৈরব উপজেলায় ২০, অষ্টগ্রাম উপজেলায় ২ ও হোসেনপুরে ১ জনের পজেটিভ এসেছিল। এ নিয়ে কিশোরগঞ্জ জেলায় মোট শনাক্ত হয়েছে ১৪১ জন।
আজ সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে কিশোরগঞ্জ জেলার সিভিল সার্জন ডা: মো. মুজিবুর রহমান এসব তথ্য জানান।
সিভিল সার্জন জানান, গত শুক্রবার (১৭ এপ্রিল) ঢাকায় পাঠানো ১২৫ জনের নমুনার মধ্যে গতকাল রোববার ভৈরব উপজেলায় ২০, অষ্টগ্রাম উপজেলায় ২ ও হোসেনপুরে ১ জনের পজেটিভ এসেছিল। আজ সোমবার পেন্ডিং থাকা ৮৫ জনের মধ্যে ৪৪ জনের পজেটিভ এসেছে এবং আরো ৩ জনের নমুনা রেজাল্ট পেন্ডিং রয়েছে।