নিজস্ব সংবাদদাতা : দুপুর ১ টা। ভৈরব থেকে রেললাইন দিয়ে বিজয় এক্সপ্রেস ট্রেন আসছে সংকেত পেয়ে দুর্ঘটনা এড়াতে গেটম্যান সিপরাত হোসেন গেট ব্যারিয়ার ফেলেন । এতে কুলিয়ারচর-দাড়িয়াকান্দি গেইট নং-টি/১০ (কি:মি: ২০৭/৫-৬) সড়ক পথে যোগাযোগ সাময়িক বন্ধ হয়ে যায়। এ সময় গেট ব্যারিয়ারের সামনে আটকা পড়েন কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাউসার আজিজ । আর এতেই ঘটে বিপত্তি। গেটম্যানকে গেইট ব্যারিয়ার খুলে দিতে বলেন ইউএনও। কিন্তু গেটম্যান সিপরাত হোসেন গেইট খুলে দিতে অপারগতা প্রকাশ করেন। আর এতেই ক্ষিপ্ত হয়ে ইউএনও কাউসার আজিজ গাড়ি থেকে নেমে গেটম্যানকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করেন ইউএনও। এ ঘটনার পর চাকুরী করতে অপারগতা প্রকাশ করেন গেটম্যান মো. সিপরাত হোসেন।
এ ঘটনাটি ঘটেছে গত শুক্রবার (০৮ নভেম্বর) দুপুরে ।
ভৈরব রেলওয়ে থানায় গত ০৯ নভেম্বর এ রকম একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বাংলাদেশ রেলওয়ে কিশোরগঞ্জ শাখার ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) আনিসুজ্জামান।
তারপর গত ১১ নভেম্বর বাংলাদেশ রেলওয়ে এর বিভাগীয় প্রকৌশলী মো. সুলতান আলীও ভৈরব রেলওয়ে থানায় লিখিত অভিযোগ করেন। এ অভিযোগে তিনি লিখেন, রেলওয়ে act 1890 অনুসারে জননিরাপত্তার সাথে জড়িত সরকারী কর্মচারীকে মারধরের ঘটনা গুরুতর অপরাধ। তাই এ বিষয়ে মামলা গ্রহণ করে আইনগত ব্যবস্থা গ্রহন করতে বলেন তিনি।
এ বিষয়ে কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাউসার আজিজ বলেন, ট্রেনের অবস্থান ছয়সুতী এলাকায় হওয়ায় গেটম্যানকে গেইট ব্যারিয়ার খুলে দিতে বলায় গেটম্যান আমার সাথে খারাপ ব্যবহার করেছে।
ভৈরব রেলওয়ে থানার ইনচার্জ ফেরদৌস আহমেদ বিশ্বাস জানান, মামলা এফআইয়ের জন্য কিশোরগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) এর কাছে অনুমতি চাওয়া হয়েছে।