নিজস্ব সংবাদদাতা: কিশোরগঞ্জের কটিয়াদীতে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে ভৈরব-ময়মনসিংহ রুটের চলাচল বন্ধ রয়েছে।
আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে মানিকখালী গচিহাটা স্টেশনের মাঝামাঝি চান্দপুর- শিমুলকান্দি স্থানে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্টেশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন রাত ১০ টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। এ দুর্ঘটনার ফলে ভৈরব-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
রেলওয়ে সূত্র জানায়, ২৫ টি বগি নিয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জামালপুরের মেলান্দহগামী সার বোঝাই একটি মালবাহী ট্রেন কিশোরগঞ্জ জেলার কটিয়াদী চান্দপুর শিমুলকান্দি এলাকায় পৌঁছলে পেছন থেকে ট্রেনের একটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়।
কিশোরগঞ্জ রেলওয়ে থানার এসআই আব্দুল হান্নান ও রেলওয়ে নিরাপত্তা বিভাগের কর্মকর্তা আব্দুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সার বোঝাই ট্রেনটির ১৮ নম্বর বগির চারটি চাকা লাইন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে পেছনের দিকের সাতটি বগি ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।