নিজস্ব সংবাদদাতা: ছেলেধরা গুজবে কান না দিয়ে সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন পুলিশ সুপার হিসেবে পদন্নতিপ্রাপ্ত কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো: নাজমুল ইসলাম।
বলেছেন, বর্তমানে একটি কঠিন সময় পার করছি অামরা। দেশে যখন বড় কোন উন্নয়ন কাজ হয়, তখনই একটি মহল গুজব ছড়িয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। তিনি বলেন, এ পর্যন্ত কোথাও ছেলেধরার কোন ঘটনা ঘটেনি। মিথ্যা গুজব ছড়িয়ে নিরাপরাদ মানুষের ওপর হামলা হচ্ছে। অনেককে হত্যা করা হচ্ছে। মানষের মধ্যে অাতংক বিরাজ করছে। এ অবস্থা থেবে মুক্তি পেতে সবাইকে সচেতন হতে হবে। কোন অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেয়া যাবেনা।
আজ মঙ্গলবার দুপুরে স্থানীয় মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটরিয়াম মিলনায়তনে ইটনা থানা পুলিশ আয়োজিত কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহবান জানান।
কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে, কিংবা কেউ অপরাধ করছে এমন কোন খবর পেলে পুলিশে খবর দেয়ার আহবান জানান অতিরিক্ত পুলিশ সুপার। সাথে মাদক নির্মূলে সমাজের সবাইকে এগিয়ে অাসার অাহবান জানান তিনি। নিজের সন্তানের প্রতি নজর রাখারও অাহবান জানান তিনি।
ইটনা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মুর্শেদ জামান বিপিএম এর সভাপিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, ইটনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ইসমাইল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন ঠাকুর খসরু, ইটনা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার নজরুল ইসলাম কাজল, রাষ্ট্রপতি আবদুল হামিদ কলেজের অধ্যক্ষ মো. ইসলাম উদ্দিন, মহেশ চন্দ্র মডেল শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক ইটনা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিজয় রায়সহ প্রমূখ। উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়াম্যানসহ গণ্যমান্য ব্যাক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।