নিজস্ব সংবাদদাতা : কিশোরগঞ্জের হাওরের অষ্টগ্রাম উপজেলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৪টার দিকে অষ্টগ্রাম উপজেলার ডাক বাংলো মাঠে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় অংশগ্রহণ করে (বঙ্গবন্ধু) বাঙ্গালপাড়া ইউনিয়নের আব্দুল আজিজ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দেওঘর ইউনিয়নের আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ খেলায় বাঙ্গালপাড়া ইউনিয়নের আব্দুল আজিজ সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে বিজয়ী হয়।
এদিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা দলে অংশ নেয় বাঙ্গালপাড়া ইউনিয়নের উছমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দেওঘর ইউনিয়নের পশ্চিম আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বালিকা দলের খেলায়ও বাঙ্গালপাড়া ইউনিয়নের উছমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫-০ গোলে বিজয়ী হয়।
খেলা শেষে দুই বিজয়ী দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।
এ সময় উপস্থিত ছিলেন- অষ্টগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম জেমস, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক হায়দারী বাচ্চু, অষ্টগ্রাম সরকারি রোটারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোজতবা আরিফ খান, অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মোল্লা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লতিফা হক রত্না, বাঙ্গালপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক ও পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাছিদ মিয়াসহ প্রমুখ।
এ অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এনামুল হক ভূইয়া খান।