স্টাফ রিপোর্টার :কিশোরগঞ্জে উৎসবমুখর পরিবেশে চতুর্থ পর্যায়ের উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীরা রিটার্ণিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল দিয়েছেন। মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত কিশোরগঞ্জ সদর উপজেলাসহ ১৩টি উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা আসনে ভাইস চেয়ারম্যান পদে ১৯৫ জন প্রার্থী মনোনয়পত্র জমা দেন। কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটানিং অফিসার তরফদার মো. আক্তার জামিল জানান, সদর উপজেলায় ৮ জন চেয়ারম্যান, ৮ জন ভাইস চেয়ারম্যান ও ৩ জন নারী ভাইস চেয়ারম্যান মনোনয়নপত্র জমা দেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার ছিল চতুর্থ পর্যায়ের উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এ দিন বিকেল ৫টা পর্যন্ত জেলার ১৩টি উপজেলায় চেয়ারমান পদে ৫৬, ভাইস চেয়ারম্যান পদে ৮২ ও সংরক্ষিত আসনে মহিলা ভাইস চেয়ারমান পদে ৫৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছাড়াও প্রতিটি উপজেলায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের নেতাকর্মিরা মনোনয়পত্র দাখিল করেছেন।
কিশোরগঞ্জ সদর উপজেলায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাকাউদ্দিন আহাম্মদ রাজন মনোনয়নপত্র জমা দেন। এখান থেকে মনোনয়পত্র জমা দিয়েছেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. শরিফুল ইসলাম শরীফ, সাবেক ছাত্রলীগ লীগ নেতা মামুন আল মাসুদ খান, স্বতন্ত্র প্রার্থী ক্যাপ্টেন সালাহ উদ্দিন আহমেদ সেলু, মো. সুমন মিয়া।
এ দিকে দলীয়ভাবে নির্বাচনে অংশ নেয়া নিষেধ থাকলেও কিশোরগঞ্জ সদর উপজেলাসহ বিভিন্ন উপজেলায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়াত্র দাখিল করেছেনা বিএনপি নেতাকর্মিরা। কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন, জেলা বিএনপির সদস্য কামরুন্নাহার লুনা ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল ইসলাম। ইটনা উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন কিশোরগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এড. অমিনুল ইসলাম রতন। করিমগঞ্জে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম। এ ছাড়া বিভিন্ন উপজেলায় বিএনপির নেতারা মনোনয়নপত্র দাখিল করেছেন।
জানা গেছে, চেয়ারম্যান পদে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৮ জন, তাড়াইলে ৫ জন, করিমগঞ্জে ৮ জন, হোসেনপুরে ৩ জন, কটিয়াদীতে ৬ জন, পাকুন্দিয়ায় ২ জন, ভৈরবে ৫ জন, নিকলীতে ৩ জন, ইটনায় ৩ জন, মিঠামইনে ২ জন, অষ্টগ্রামে ৩ জন, বাজিতপুরে ৩ জন ও কুলিয়ারচরে ৫ জন প্রার্থী মেনানয়পত্র দাখিল করেছেন।