নিজস্ব সংবাদদাতা : উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদে তৃতীয় দফা প্রার্থী তালিকা ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক সভায় এ প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়।
সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে দলটির দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রার্থী তালিকা ঘোষণা করা হয়।
কিশোরগঞ্জের ১৩টি উপজেলার মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় সাবেক ছাত্রলীগ নেতা সাকাউদ্দিন আহাম্মদ রাজন, করিমগঞ্জ উপজেলায় উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আলহাজ্ব নাসিরুল ইসলাম খান আওলাদ, তাড়াইল উপজেলায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মো. আজিজুল হক ভূঞা মোতাহার, ইটনা উপজেলায় বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, মিঠামইন উপজেলায় রাষ্ট্রপতির ছোট বোন আছিয়া আলম, অষ্টগ্রাম উপজেলায় বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুল ইসলাম জেমস, হোসেনপুর উপজেলায় জেলা আওয়ামী লীগের সদস্য মো. শাহজাহান পারভেজ, পাকুন্দিয়া উপজেলায় বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম রেণু, কটিয়াদী উপজেলায় কেন্দ্রীয় যুব মহিলা লীগ নেত্রী তানিয়া সুলতানা হ্যাপী, বাজিতপুর উপজেলায় বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ছারওয়ার আলম, নিকলী উপজেলায় বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম, কুলিয়ারচর উপজেলায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ হাসান সারওয়ার মহসিন এবং ভৈরব উপজেলায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মো. সায়েদুল্লাহ মিয়া আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।