সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / করিমগঞ্জে জেল হত্যা দিবসে র‌্যালি, আলোচনা সভা ও নামফলক উন্মোচন

করিমগঞ্জে জেল হত্যা দিবসে র‌্যালি, আলোচনা সভা ও নামফলক উন্মোচন

আকিব হৃদয় : কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় জাতীয় জেল হত্যা দিবসে র‌্যালি, আলোচনা সভা ও নামফলক উন্মোচন করা হয়েছে।
আজ শনিবার (০৩ নভেম্বর) সকালে উপজেলার ব্যাপারীপাড়া মোড়ে এ অনুষ্ঠানের আয়োজন করে করিমগঞ্জ উপজেলা ছাত্রলীগ।

সকালে ছাত্রলীগের একটি র‌্যালী ব্যাপারীপাড়া মোড় থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ব্যাপারীমোড়ে এসে শেষ হয়। তারপর জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের নামে একটি এতিমখানা, বিসিবি ঢাকা বিভাগের পরিচালক সৈয়দ আশফাকুল ইসলাম টিটুর নামে একটি ফ্রি ছাত্রাবাসা এবং হাজী আক্কাস আলী নূরানী হাফিজিয়া কওমী মাদ্রাসার নামফলক উন্মোচন করেন।


পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান। প্রধান বক্তা ছিলেন- কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী। বিশেষ অতিথি ছিলেন- কিশোরগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ড. মিজানুল হক, সাবেক ছাত্রনেতা মোজাম্মেল হক মাখন, জেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন আহবায়ক বিলকিস বেগম ও করিমগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মীনা আক্তার, করিমগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান চাঁন মিয়া প্রমুখ।

এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন- করিমগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান। এ অনুষ্ঠান সঞ্চালনা করেন বারঘড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাঞ্চন মিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *