নিজস্ব সংবাদদাতা : কিশোরগঞ্জের হাওরের ইটনা উপজেলা পরিদর্শন করে গেলেন ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ নুরুন্নবী।
আজ শুক্রবার (২৬ অক্টোবর) সকালে অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইটনার নৌঘাটে পৌঁছালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মশিউর রহমান খান ফুলের তোড়া দিয়ে তাকে স্বাগত জানান।
জানা যায়, জমি আছে, ঘর নাই প্রকল্পের নির্মিত এলংজুরী ও জয়সিদ্ধি ইউনিয়নের কয়েকটি ঘর পরিদর্শন করেন। এ সময় তিনি উপমহাদেশের প্রথম ‘র্যাংলার’ উপাধি প্রাপ্ত আনন্দমোহন বসুর বাড়িও পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন- জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দুলাল চন্দ্র সুত্রধর, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মশিউর রহমান খান, ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুর্শেদ জামান ও (ওসি-তদন্ত) জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন, সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক ও উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার মো. নজরুল ইসলাম ঠাকুরসহ প্রমুখ।