হাওর বাংলা ডেস্ক : এশিয়া কাপের ১৪তম আসরের ফাইনাল ম্যাচে বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়ে সপ্তমবারের মতো চ্যাম্পিয়ন হলো ভারত। আর ভারতের কাছে হেরে ফের স্বপ্ন ভঙ্গ হলো মাশরাফিদের।
লিটন দাসের শতকের পরও ২২২ রানে থেমে যায় টসে হেরে ব্যাটিং করতে নামা বাংলাদেশের। তবে এই পুজি নিয়েও লড়ে যায় টাইগাররা, ম্যাচ গড়ায় শেষ ওভারে। প্রথম দুই বলে দিলেন দুই রান। তৃতীয় বলে ২ রান। পরের বল ডট হলে ২ বলে ভারতের দরকার ২ রান। এক রান হলে টাই। পঞ্চম বলে লেগবাই থেকে ১ রান আসলে স্কোর লেভেলে এসে যায়। শেষ বলে লেগ বাই থেকে এক রান পেলে জয় নিশ্চিত হয়া ভারতের। আর এতেই স্বপ্ন ভঙ্গ হয় বাংলাদেশের। ২০১২ ও ২০১৬ সালের পর আবারো খুব কাছে এসেও এশিয়া কাপ শিরোপা হাত ছাড়া হলো মাশরাফিদের।