তোফায়েল আহমেদ, কিশোরগঞ্জ: বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ এর কিশোরগঞ্জ বেসরকারি বিশ্ববিদ্যালয় কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় পুরান পল্টনস্থ মেহরবা প্লাজায় এক বর্ধিত সভায় এ কমিটির অনুমোদন দেয়া হয়। বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সভাপতি এড. মোঃ নাজিম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. নোমান হোসাইন তালুকদার এর সঞ্চালনায় অনুষ্ঠানে আসন্ন বাংলাদেশ জাতীয় নির্বাচন উপলক্ষে আলোচনা করা হয়।
আলোচনা সভায় বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, জেলা ইউনিট থেকে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সভায় সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি এড. শহীদুল ইসলাম টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক চৌধুরী বাবু অসাদুপায় অবলম্বন ও গোপনে দলকে ভেঙ্গে দেয়ার পরিকল্পনা করায় তাদেরকে মৌখিক ভোটের মাধ্যমে আজীবন বহিষ্কার করার সিদ্ধান্ত গৃহীত হয়।
পরে কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সভাপতি এড. মোঃ নাজিম ও সাধারণ সম্পাদক এড. নোমান হোসাইন তালুকদার এর যৌথ স্বাক্ষরে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও জেলার বিশটি ইউনিট কমিটির ঘোষনা করা হয়।
সাজেদুল করিম শাওনকে সভাপতি, মাজহারুল ইসলাম তুষার (সহ-সভাপতি), মোঃ আরিফ ভূঞাকে (সাধারণ সম্পাদক), ফাহিম ফয়সাল শোভনকে (সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক) ও এনামুল হক কিবরিয়াকে (সাংগঠনিক সম্পাদক) করে ৫সদস্য বিশিষ্ট কিশোরগঞ্জ বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নবগঠিত কমিটির ঘোষনা করা হয়। কেন্দ্রীয় কমিটির নির্দেশ অনুযায়ী আগামী ৩০ দিনের ভিতরে তাদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ প্রদান করা হয়।