ভৈরব প্রতিনিধি : কিশোরগঞ্জের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিদ্দিক মিয়া নামে এক সিএনজি চালক নিহত হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছে।
আজ রোববার সকালে ভৈরব উপজেলার সাদেকপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সিদ্দিক মিয়া একই গ্রামের বাসিন্দা ও সে পেশায় সিএনজি চালক।
পুলিশ জানায়, গত দু’দিন আগে সিদ্দিক মিয়ার সিএনজি দিয়ে পাশ্ববর্তী গ্রামের ভোলা মিয়া ভৈরব থেকে সাদেকপুর আসে। এ সময় ভোলা মিয়া ভাড়া না দিয়ে বাড়িতে চলে যায়। এর জের ধরে আজ সকালে ভোলা মিয়া ও সিদ্দিক মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ভোলা মিয়ার পক্ষ ও সিদ্দিক মিয়ার পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সংঘর্ষে দেশীয় অস্ত্রের আঘাতে সিদ্দিক মিয়া গুরুতর আহত হয়। আহত অবস্থায় ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিদ্দিক মিয়াকে মৃত ঘোষণা করেন। এ ঘটনা উভয় পক্ষের প্রায় ১৫ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ নিহত সিদ্দিক মিয়ার মৃতদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।