টিটু দাস : দেশের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে ঐতিহাসিক শোলাকিয়া ময়দান। এবার প্রায় ৫ লক্ষাধিক মুসল্লি এক সাথে নামাজ আদায় করেছেন বলে জানিয়েছেন মাঠ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।
শনিবার (১৬ জুন) সকাল ১০টায় ঈদেও জামাত অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ।
এবার শোলাকিয়ায় ১৯১ তম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। সকাল থেকে দলে দলে মুসুল্লিরা মাঠে আসতে শুরু করে। আবহাওয়া কিছুটা খারাপ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা পরিবর্তন হতে থাকে।
ঈদ জামাতকে ঘিরে মাঠ জুড়ে নেওয়া হয়েছিলো নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা। র্যাব-পুলিশের পাশাপাশি মোতায়েন ছিলো বিজিবি। এছাড়াও এবারেই প্রথমবারের মতো ড্রোন ক্যামেরার মাধ্যমে মাঠ নজরদারি করেছে পুলিশ।