নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জ শহরের গাইটাল এলাকায় চার বছরের শিশু ধর্ষণ ও খুনের অপরাধে শাহ আলম (২২) নামে এক আসামীকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। এ সময় শিশু অপহরণের অপরাধে আসামীকে আরও ১৪ বছরের কারাদন্ড ও ৪০ হাজার টাকা জরিমানা করে আদালত।
বুধবার (৩০ মে) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক কিরণ শংকর হালদার এ রায় দেন।
মৃত্যুদন্ডপ্রাপ্ত – আসামী শাহ আলম হলেন গাইটালের নয়াপাড়া এলাকার মৃত ফালু মিয়ার ছেলে।
মামলার বিবরণে জানা যায়, আসামী শাহ ২০১৪ সালে ১৫ মে রাতে গাইটাল এলাকার নয়ন মিয়ার চার বছরের শিশু কন্যাকে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের পর হত্যা করে। পরদিনই পুলিশ শাহ আলমকে আটক করে। এ ঘটনায় শিশুটির বাবা শাহ আলমকে আসামী করে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন।
এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবি ছিলেন পিপি এমএ আফজাল ও আসামী পক্ষের আইনজীবি ছিলেন আবু বক্কর সিদ্দিক ।