নিজম্ব প্রতিবেদক : কিশোরগঞ্জ শহরের মদন গোপাল মিষ্টান্ন ভান্ডার মিষ্টির প্রতিটি আইটেমে দাম বেশি রাখায় ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় বড় বাজারের আরো ৫টি দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (২৮ মে) দুপুরে সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের সাঈদ এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন- নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর তমাল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোয়ার আহাদ।
ভ্রাম্যমান আদালতের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের সাঈদ জানান, অনেকদিন ধরে মদন গোপাল মিষ্টান্ন ভান্ডার মূল্য তালিকা থেকে প্রতিটি আইটেম ৪০ টাকা বেশি রাখছে। এমন অভিযোগের প্রমাণ পেয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়।