হাওর বাংলা ডেস্ক: পশ্চিমবঙ্গের আসানসোলের কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে সম্মানসূচক ডক্টর অব লিটারেচার (ডি. লিট) উপাধি পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (২৬ মে) বাংলাদেশ সময় দুপুর দেড় টায় তাকে এ উপাধি দেয়া হয়।
এরআগে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দু’দিনের সরকারি সফরে গতকাল কলকাতা গেছেন প্রধানমন্ত্রী। এরপর শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন তিনি। ওই অনুষ্ঠানে নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের একপর্যায়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে নির্মিত ‘বাংলাদেশ ভবন’-এর উদ্বোধন করেন শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী। এরপর দু’দেশের প্রধানমন্ত্রী সৌজন্য সাক্ষাতে মিলিত হন। ওইদিন বিকেলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আবাসস্থল জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পরিদর্শন করেন শেখ হাসিনা।
আজ নেতাজী সুবাস বসু জাদুঘর পরিদর্শনের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর রাতে দেশে ফিরবেন তিনি।