নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জে ১৮ বছর পর চাঞ্চল্যকর ইমাম হত্যা মামলায় ১১জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।
বুধবার (০৯ মে) দুপুরে কিশোরগঞ্জের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু তাহের এ রায় দেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- আল্লাদ শাহ, মোকলেছুর রহমান শাহ, আতাউর রহমান শাহ, শামসুদ্দিন শাহ, শফির উদ্দিন শাহ, রঞ্জন শাহ, অহিদ শাহ, চন্দন শাহ, আসলাম, মন্টু মিয়া ও জামাল শাহ।
মামলার বিবরণে জানা যায়, ২০০০ সালের ২৪ মার্চ জেলার কটিয়াদি উপজেলার ধুলদিয়া গ্রামে ধান কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষে প্রাণ যায় স্থানীয় মসজিদের ইমাম মেরাজ উদ্দিন ওরফে আবু জাহেরের। এ ঘটনায় নিহতের বড় ভাই ৩১জনকে আসামী করে মামলা করলে, তদন্ত কর্মকর্তা ২০০২ সালে ১৯জনের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করেন আদালতে।
অভিযোগ প্রমানিত না হওয়ায় ৮জনকে বেকসুর খালাস দেন আদালত। দীর্ঘ ১৮ বছর পর এ মামলার রায় ঘোষণা করেন আদালত।