হাওর বাংলা ডেস্ক : দুই ছেলে, দুই মেয়ে আর স্ত্রী নিয়ে বেশ সুখেই ছিলেন অটোরিকশাচালক আবু কালাম। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে সুখ তার কপালে সইলো না। পানিতে ডুবে মারা যাওয়া ছেলের শোক না কাটতেই বিদ্যুতের তারে জড়িয়ে একসঙ্গে প্রাণ হারালো তার অপর ছেলে ও অন্তঃসত্ত্বা স্ত্রী।
মঙ্গলবার (০৮ মে) দুপুরে মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নের কামালপুর গ্রামে।
স্থানীয়রা জানান, দুপুরে আবু কালামের ছেলে ইয়াছিন মিয়া (৩) বাড়ির পাশে বৃষ্টির পানিতে খেলছিল। এ সময় বিদ্যুতের খুঁটি টানা তারটি মেইন লাইনের সঙ্গে সংযুক্ত হয়ে পড়ায় সেই তারে সে জড়িয়ে পড়ে। এ সময় ছেলেকে বাঁচাতে গেলে মা আয়েশা বেগমও (৩০) বিদ্যুস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
স্থানীয়রা আরও জানান, মাত্র আড়াই মাস আগে কালামের বড় ছেলে রানা মিয়া (৯) পানিতে ডুবে মারা যায়। এখন স্ত্রী-সন্তানের এমন মৃত্যুতে আবু কালাম বারবার জ্ঞান হারাচ্ছেন।
মাছিমপুর গ্রামের ব্যবসায়ী সুমন আহাম্মদ বলেন, এ মৃত্যু শুধু আবু কালামকে কাঁদায়নি, পুরো এলাকাবাসীকে কাঁদিয়েছে।
স্থানীয় ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. তাজুল ইসলাম বলেন, গর্ভবতী মায়ের মৃত্যু হওয়ায় একসঙ্গে দুজন নয়, তিনজনের মৃত্যু হলো।