সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / ভৈরবে কম্বাইন হারভেস্টার দ্বারা ধান কর্তন

ভৈরবে কম্বাইন হারভেস্টার দ্বারা ধান কর্তন

রাজীবুল হাসান, ভৈরব প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরব উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর সার্বিক সহযোগিতায় খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় কম্বাইন হারভেস্টার দ্বারা আমন ধান কর্তন শুরু হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী গ্রামের তাতালচরে জমির ধান কেটে শুভ সূচনা করা হয়েছে।

উদ্ধোধন অনুষ্ঠানে ভৈরব উপজেলা কৃষি অফিসার মো.জালাল উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
গজারিয়া ইউপি চেয়ারম্যান গোলাম সারোয়ার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন, সহকারি কৃষি সম্প্রাসারণ কর্মকর্তা ইস্কাদার আলী প্রমূখ ।

অনুষ্ঠানে প্রধান অতিথি গোলাম সারোয়ার তার বক্তব্যে বলেন, কম্বাইন হারভেস্টার দ্বারা ধান কর্তন এই সময়ের জন্য একটি গুরুত্বপূর্ণ কারন যখন শ্রমিকের অভাব ঠিক তখনই কম্বাইন হারভেস্টার দ্বারা ধান কর্তন করা হচ্ছে।

দেশ বর্তমানে খাদ্যে স্বয়ঃসম্পন্ন হয়েছে সেই সাথে সাথে বিভিন্ন যন্ত্রপাতিতেও স্বয়ঃসম্পন্ন হওয়ার জন্য চেষ্টা চলছে, যেন আধুনিক যন্ত্রপাতি কৃষি কাজে ব্যবহার করে কৃষির উৎপাদন বৃদ্ধি করা যায়। তারই ফলসূতিতে আজকের কম্বাইন হারভেস্টার দ্বারা আমন ধান কর্তন এখন যুগোপযোগী ।
উপজেলা কৃষি কর্মকর্তা জালাল উদ্দিন বলেন, দেশে যখন ধান কাটার শ্রমিকের সংকট চলছে টিক সেই মুহূর্ত্তে বাংলাদেশে কম্বাইন হারভেস্টার দ্বারা আমন ধান কর্তন করা হচ্ছে। কম্বাইন হারভেস্টার দ্বারা ধান কর্তন করলে লেবার খরচ অনেক কম হয। এই মেশিন দ্বারা প্রতি ঘন্টায় ৩ বিঘা জমির ধান কর্তন করা যায়। যার জ্বালানী খরচ লাগে ১৪ লিটার ডিজেল যার মূল্য ৮০০-৯০০ টাকা। তাছাড়া দূর্যোগকালীন সময়ে অল্প সময়ে কম খরচে ধান কর্তন করে ঘরে তুলা সম্ভব । আরোও বলেন কৃষি বান্ধব সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের সুবিধার জন্য আধুনিক কৃষি যন্ত্রপাতি গুলি ভতুর্কি দিয়ে প্রদান করছে।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গজারিয়া ইউনিয়নের সকল ইউপি সদস্যবৃন্দসহ , সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কৃষক কৃষানী মিলে প্রায় ৪০০ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *