সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / মিঠামইনের কাটখালে ৪৮১ পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগ

মিঠামইনের কাটখালে ৪৮১ পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগ

নিজস্ব সংবাদদাতা : কিশোরগঞ্জের হাওরের মিঠামইন উপজেলার কাটখাল ইউনিয়নের ৪৮১ টি পরিবারের মাঝে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। এ বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন কিশোরগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

শনিবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলা কাটখাল ইউনিয়নের কাটখাল বাজারে এ বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. মনির উদ্দিন মজুমদার, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক পরিচালক মো. শফিকুল ইসলাম মানিক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহতাব উদ্দিন, মিঠামইন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফ কামাল, মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য সমীর কুমার বৈষ্ণব, জেলা কৃষক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক কামাল হোসেন চৌধুরী, কাটখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলামসহ যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।

এ অনুষ্ঠান সভাপতিত্ব করেন কাটখাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রইছ উদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *