নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক ভাইয়ের হাতে শেফালী খাতুন (৩০) নামে এক নারী খুন হয়েছে। এ ঘটনায় পুলিশ ঘাতক মোস্তফাকে আটক করেছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আব্দুল্লাপুর ইউনিয়নের বাজুকা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শেফালী বাজুকা গ্রামের সাবু মিয়া মেয়ে এবং ঘাতক মোস্তাফাও সাবু মিয়ার বড় ছেলে। শেফালী ও মোস্তফা দুজনেই মানসিক ভারসাম্যহীন।
পুলিশ জানায়, গত ১০ বছর আগে শেফালী আক্তারের বিয়ে হয় হবিগঞ্জের লাখাই উপজেলায়। কিন্তু মানসিক ভারসাম্যহীনতার কারণে স্বামী শেফালীকে বাপের বাড়ি পাঠিয়ে দেয়। এরপর থেকে সে তার বাবার বাড়ি বাজুকাতে বসবাস করছিল। কিন্তু আজ সকালে মানসিক ভারসাম্যহীন শেফালী ও মোস্তফাকে ঘরে রেখে সকালে সাবু মিয়া পরিবারসহ বাড়ির পাশে জমিতে কাজ করছিলেন। হঠাৎ সাবু মিয়ার ঘর থেকে চিৎকারের শব্দ শুনে পরিবারসহ আশেপাশের লোকজন ঘরে এসে দেখে মোস্তফা শেফালীকে শাবল দিয়ে আঘাত করতে থাকে। মোস্তফার কাছ থেকে শাবল উদ্ধার করার আগেই শেফালীর মৃত্যু হয়।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মোল্লা জানান, মোস্তফা শেফালীর মৃত্যু নিশ্চিত করতে শাবল দিয়ে ১৬টি আঘাত করে। পুলিশ ঘাতক মোস্তফাকে আটক করেছে।
তিনি আরও জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।