সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / থানেশ্বর উচ্চ বিদ্যালয়ের গৌরব ও সাফল্যের ৭০ বছর পূর্তি উৎসব

থানেশ্বর উচ্চ বিদ্যালয়ের গৌরব ও সাফল্যের ৭০ বছর পূর্তি উৎসব

নিজস্ব প্রতিবেদক : নানা আয়োজনে কিশোরগঞ্জের হাওরের ইটনা উপজেলার থানেশ্বর উচ্চ বিদ্যালয়ের গৌরব ও সাফল্যের ৭০ বছর পূর্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মার্চ) উপজেলার বাদলা ইউনিয়নের থানেশ্বর উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ১১টা থেকে শুরু হয়ে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১২টার দিকে একটি শোভাযাত্রা থানেশ্বর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।

পরে বিদ্যালয় মাঠে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিকের সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ সভায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি মো. নুরুজ্জামান, কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন, সাবেক সংসদ সদস্য আব্দুল কাদির, ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, রাষ্ট্রপতি আবদুল হামিদ কলেজের অধ্যক্ষ মো. ইসলাম উদ্দিন।
এ সময় অারো উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম, অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার দীপক মজুমদার, ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) আব্দুল মালেক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইসমাইল হোসেনসহ প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু ক্রেস্ট প্রদান করেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক। একেই সময় অনুষ্ঠানের বিশেষ অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয়।


অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন থানেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুকন উদ্দিন ভূইয়া। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন- রাষ্ট্রপতি আবদুল হামিদ কলেজের অধ্যাপক মো. জসিম উদ্দিন খান। সন্ধ্যায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

হাওরের ধনু নদীর তীরে ১৯৪৭ সালে এ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *