নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জের হাওরের মিঠামইন উপজেলার প্রত্যন্ত উড়িয়ন্দ গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করলেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক। এ বিদ্যুৎ সংযোগের ফলে উড়িয়ন্দ গ্রামের ২৫০ টি পরিবার বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে।
বুধবার (২১ মার্চ) দুপুর ১ টার দিকে মিঠামইন সদর ইউনিয়নের উড়িয়ন্দ গ্রামে এ বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়।
মিঠামইন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফ কামালের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুস শাহিদ ভূইয়া,কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. মনির উদ্দিন মজুমদার, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির প্রাক্তন সভাপতি মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম মানিক, জেলা পরিষদের সদস্য ও মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমীর কুমার বৈষ্ণব, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক মো. ইদ্রিছ আলী, জেলা কৃষক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক কামাল হোসেন চৌধুরীসহ উপজেলা ও ইউনিয়নের যুবলীগ-ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।