সর্বশেষ

মোবাইলেই অফিস !

হাওর বাংলা ডেস্ক : প্রযুক্তিকে কাজে লাগিয়ে মানুষ ঘরে বসে থেকে গুরত্বপূর্ণ সেবা নিচ্ছেন। মানুষের জীবন যাত্রার মানের এসেছে পরিবর্তন। প্রযুক্তির কল্যাণে মানুষের সেবা আরও বাড়িয়ে দিতে সারা বাংলাদেশের সমস্ত অফিসের গুরুত্বপূর্ণ কাজ থেকে শুরু করে অফিস ম্যানেজমেন্ট করা যায় একটি সফটওয়্যারের তৈরি করেছেন।

বাংলাদেশের উদ্যোক্তা ওআন্তর্জাতিক খ্যাতনামা সফটওয়্যার ডিজাইনার মান্না মাহমুদ এই সফটওয়্যারটি আবিষ্কার করেন। তিনি ইউরোপের বিভিন্ন সরকারি ও জাতীয় প্রতিষ্ঠানে মুল সফটওয়্যার আর্কিটেক্ট হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি নিজের দেশের প্রতি দায়িত্ববোধ থেকে তৈরি করছেন সময় উপযুগী সফটওয়্যার।

এ প্রসঙ্গে মান্না মাহমুদ বলেন, ‘দেশে সফটওয়্যার কিনতে গেলে অনেক ঝামেলা তৈরি হয়। আমাদের দেশে একটি সফটওয়্যার তার মূল্য থেকে বেশি পরিমাণ টাকা নেওয়া হয়। আবার এক সফটওয়্যার দিয়ে অন্য কোনও কাজ করা যায় না। একারণে আমি নিজ উদ্যোগে এই সফটওয়্যার তৈরি করেছি। এই একটি সফটওয়্যার দিয়ে অফিস, ব্যবসা প্রতিষ্ঠানের সব ধরণের কাজ করা যাবে।’

তিনি আরও বলেন, আগের মত ভারি ভারি সফটওয়্যার কিনে সল্যিউশন দেওয়ার সেই প্রবণতা এখন কমে যাচ্ছে। এবং বেশীর ভাগ ক্ষেত্রে দেখা যায় যে, এ সব ভারী ভারী সফটওয়্যার খুবই ব্যয় বহুল কিন্তু সেই তুলনায় কার্যকরিতা নাই। আমেরিকা সহ উন্নত দেশে এই ট্রেন্ড শুরু হয়ে গেছে। বাংলাদেশ বুঝতে হয়তো একটু সময় লাগতে পারে। এটিকে বল হয়, ডিজিটাল ওয়ার্কপ্লেস প্লাটফরম -যেটা মোবিলিটি ম্যানেজ করতে সাহায্য করে।

মান্না আরও বলেন, সফটওয়্যারের সহজ ইন্টারফেসের মধ্যে ব্যবসার কাজে প্রয়োজনীয় পদ্ধতিগুলো রয়েছে। হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ভাইবারের মতোই সহজে এটি ব্যবহার করা যায়। এতে গ্রুপে ডেটা ফরম তৈরি করার সুবিধা রয়েছে। ডেটা ফরম কে দেখতে পারবে এবং কে অনুমোদন করতে পারবে তা নির্ধারণ করা যাবে। এখান থেকে দরকারি প্রতিবেদন তৈরি করা যায়। এতে এনক্রিপটেড প্রযুক্তি থাকায় এর নিরাপত্তা ব্যবস্থাও শক্তিশালী। বিস্তারিত জানা যাবে https://www.cloudoffice.io/সাইটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *