সর্বশেষ
প্রচ্ছদ / মতামত / করোনা ঝুঁকিতে গুনধর ইউনিয়নের গ্রামগুলো

করোনা ঝুঁকিতে গুনধর ইউনিয়নের গ্রামগুলো

তরিকুল ইসলাম : ‌বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণের কারণে আমরা জাতি হিসেবে এক জীবন-মরণের সমস্যায় নিপতিত হচ্ছে । করোনার প্রভাব এতটাই ভয়াবহ যে, সরকার স্কুল কলেজ থেকে শুরু করে সকল প্রকার সরকারি -বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছেন। কিন্তু গ্রামের মানুষের মাঝে এখনো জনসচেতনতার অভাব পরিলক্ষিত হয়। সরকার কর্তৃক সকল প্রকার জনসমাগম নিষিদ্ধ ঘোষণার পরেও গ্রামের হাট বাজারের তার প্রভাব কমই লক্ষ করা যাচ্ছে। বিশেষ করে কিশোরগন্জ জেলার করিমগঞ্জ থানার গুনধর ইউনিয়নের উত্তর আশতকা গ্রামের বৌ বাজার। সরকারের কঠোর অবস্থানের কারনে বাকি ৩ বাজার মুটামুটি নিয়ন্ত্রনে আসলেই বৌ বাজার অনিয়ন্ত্রিত। গ্রামের মানুষের সাথে কথা বলে জানা যায় আশে পাশের অন্যন্যা বাজারের কঠোর অবস্থানের কারণে প্রায় ৫ কিঃমি দূরের মানুষেও এখানে আসে। যদিও সামাজিক দূরত্ব নিয়ম মানা হচ্ছে না। এখনই সময় গ্রামের হাট বাজার বিষয়ে প্রশাসনের কঠোর হওয়া প্রয়োজন।
তাই প্রশাসনের নিকট অনুরোধ করছি গ্রামের বাজারগুলোতে সুদৃষ্টি দেওয়া প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *