সর্বশেষ
প্রচ্ছদ / আন্তর্জাতিক / রাজস্থানে শিশু ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড

রাজস্থানে শিশু ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড

ভারতের রাজস্থান প্রদেশে ১২ বছর বা তার কম বয়সের শিশুকে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার প্রস্তাব রেখে উত্থাপিত একটি বিল বিধানসভায় অনুমোদন পেয়েছে।  এনডিটিভি জানায়, শুক্রবার ওই বিলটি বিপুল ভোটে পাস হয় এবং এটি আইনে রূপান্তরের কাজ শেষ হলে মধ্যপ্রদেশের পর রাজস্থান হবে ভারতে দ্বিতীয় কোনো প্রদেশ যেখানে ধর্ষণে শাস্তি মৃত্যুদণ্ড। এছাড়াও অপ্রাপ্ত বয়স্ককে (১২ বছরের বেশি যাদের বয়স) ধর্ষণের সর্বোচ্চ শাস্তি সাত বছর থেকে বাড়িয়ে ১৪ বছর এবং যাবজ্জীবন করা হয়েছে। আর যদি দল বেঁধে ধর্ষণের পর ‘ভিকটিম’ মারা যায় তবে দোষীদের শাস্তি বাড়িয়ে ২০ বছরের কারাদণ্ড করা হয়েছে।  নারী ও শিশুদের বিরুদ্ধে বাড়তে থাকা সহিংসতা রোধে রাজস্থান সরকার এ পদক্ষেপ নিয়েছে। গৃহমন্ত্রী গুলাব চাঁদ কাতারিয়া বলেন, “আমরা ধর্ষণ, বিশেষ করে শিশু ধর্ষণ প্রতিরোধ করতে চাই। যদিও এখনও এ অপরাধ বন্ধ হয়নি। অভিযুক্তদের কঠোর শাস্তি হওয়া উচিত।” ভারতের ন্যাশনাল ক্রাইম ব্যুরোর (এনসিআরবি) ২০১৬ সালের প্রতিবেদন অনুযায়ী, রাজস্থানে শিশুদের বিরুদ্ধে অপরাধ বেড়েছে। হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাত্তাও ধর্ষণের ঘটনা বাড়তে থাকায় একই ধরণের আইন করতে চাইছেন বলে জানায় এনডিটিভি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *