সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / করিমগঞ্জে শিক্ষাবৃত্তি পেল ৩৭ মেধাবী দরিদ্র শিক্ষার্থী

করিমগঞ্জে শিক্ষাবৃত্তি পেল ৩৭ মেধাবী দরিদ্র শিক্ষার্থী

নিজস্ব সংবাদদাতা ঃ মেধাবী হলেও দারিদ্যের কারণে শিক্ষা জীবন বাধাগ্রস্ত হচ্ছে-এমন ৩৭জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি দিয়েছে দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)।

আজ মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জের করিমগঞ্জ ও তাড়াইল উপজেলার এসব ছাত্রছাত্রীর মাঝে আনুষ্ঠানিকভাবে শিক্ষা বৃত্তির চেক হস্তান্তর করা হয়। করিমগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভ‚মি) মাহমুদা আক্তার সাথী। ডিএসকে-এর প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. শহিদুজ্জামান ভূঞা চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে ডিএসকে-এর পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠাকাল থেকে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে ডিএসকে গ্রামবাংলার মানুষের উন্নয়ন-অগ্রযাত্রায় ভ‚মিকা রেখে চলেছে। তারা গরিব মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। ঋণ কার্যক্রম ছাড়াও গ্রাম ও শহরের গরিব জনগোষ্ঠীর মাঝে শিক্ষার প্রসার ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নানামুখী কর্মকাণ্ড পরিচালনা করছে ডিএসকে। এরই একটি অংশ হচ্ছে শিক্ষা বৃত্তি। এ শিক্ষা বৃত্তি গরিব শিক্ষার্থীদের শিক্ষা জীবনে উৎসাহ হয়ে কাজ করবে। ভবিষ্যতে এ ধরণের কর্মকাণ্ড আরো বিস্তৃত পরিসরে করা হবে।

অনুষ্ঠানে এইচএসসি পর্যায়ের দুজন শিক্ষার্থীকে ২৪ হাজার করে মোট ৪৮হাজার, এসএসসি পর্যায়ের ২১জনকে ১২হাজার করে মোট ২ লাখ ৫২ হাজার, জেএসসির ৫ জনকে ১০ হাজার করে মোট ৫০ হাজার ও পিএসসি পর্যায়ের ৯জনকে ৮ হাজার করে মোট ৭২ হাজার টাকার চেক দেওয়া হয়।

ডিএসকে কর্মকর্তা কামরুল হাসান খান জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইকবাল, ডিএসকে কিশোরগঞ্জ-২ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. সজল মিয়া, ডিএসকের ব্যবস্থাপক মিজানুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *