সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / কুলিয়ারচরে চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা

কুলিয়ারচরে চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা : কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় মোটরসাইকেল চোর সন্দেহে রাব্বি (১৭) নামে এক বিভাটেক চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (০৩ মার্চ) রাত সোয়া১১ টার দিকে কুলিয়ারচর উপজেলা ভূমি অফিসের সামনে খোলা জায়গায় এ ঘটনা ঘটে।

নিহত রাব্বি বাজিতপুর উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের পূর্বহাটি গ্রামের মিরজ আলীর ছেলে।

পুলিশ সূত্র জানায়, শুক্রবার রাতে রাব্বি ও তার দুই সঙ্গী কুলিয়ারচর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে একটি মোটরসাইকেলের লক ভাঙ্গার চেষ্টা করে। এ সময় ওই মোটরসাইকেলের মালিক কুলিয়ারচর উপজেলার গাইলকাটা এলাকার সারোয়ার আলমসহ দুইজন বিষয়টি দেখে তাদের ধরার চেষ্টা করে। রাব্বি ও তার দুই সঙ্গীরা পালানোর চেষ্টা করলে সারোয়ারসহ দুইজন দৌড়ে রাব্বিকে ধরে উপজেলা ভূমি অফিসের সামেন খোলা জায়গায় নিয়ে বেধড়ক মারধর করে এবং মাথায় আঘাত করে। রাব্বির সাথে থাকা সঙ্গীরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন রাব্বিকে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, রাতে বাসা থেকে বের হয়ে দেখি সারোয়ারসহ দুইজন একটি ছেলেকে মারছে। পরে ছেলেটি আমাদের সামনের সামনে পড়ে যায়। তারপর এলাকাবাসী ছেলেটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কিছুক্ষণ পর শুনি ছেলেটি মারা গেছে।

নিহত রাব্বির বড় ভাই আল আমিন বলেন, আমার ছোট ভাই রাব্বি ৪-৫ বছর যাবৎ বিভাটেক চালায়। আমার ভাইয়ের সারা শরীরসহ মাথায় আঘাতের চিহ্ন। আমরা ভাইয়ের হত্যাকারীদের বিচার চাই।

রাব্বির বাবা মিরজ আলী বলেন, তারা কেনো এমন করল, কি কারণে করল? আমি এ ঘটনার বিচার চাই।

মোটরসাইকেলের মালিক সারোয়ার আলমের মোবাইল নাম্বার (০১৭৮৮-৮৫৮৭৯৯) বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *